তোমার রাগ
- তিরোহিত ধানিকা ১৭-০৫-২০২৪

তোমার দুপুর সকালটা কে
করো সঠিক ভাগ
আমার জন্য কখন কখন
করবে তুমি রাগ ।

তোমার রাগের সময়টুকু
খুব ই ভালো লাগে
নরম কোমল স্বর্ণ ঘাম
নাকের অগ্রভাগে ।

রাগের সময় মুখটা তোমার
আমার দিকে ফিরে
কি যেন সব বলতে থাকে
খুব ই ধিরে ধিরে ।

রাগের সময় কাঁচের চুড়ি
ভাঙে তোমার হাত
তখন আমার সপ্নে আসে
শুধুই বাসর রাত ।

রাগলে যাদের মন্দ লাগে
তুমি তেমন নয়
তোমার আমার জীবনটা তাই
হোক না রাগময় ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।